এর আগে একই প্রকল্পে ৫০ কোটি ডলার দিয়েছিল এডিবি
অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশকে আরও ২৫ কোটি ডলার ঋণ-সহায়তা অনুমোদন দিয়েছে ম্যানিলাভিত্তিক উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা বর্তমান বিনিময়মূল্য হিসাবে (প্রতি ডলার ৮৫ টাকা ৩০ পয়সা) টাকার অংকে ২ হাজার ১৩২ কোটি টাকা।
এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। গতকাল একই স্থানে আরেকটি ঋণচুক্তি হয়। ওই চুক্তি অনুসারে, ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ৪০ কোটি ডলার দেবে এডিবি।
এর আগে সোমবার (৪ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়। টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির আওতায় এই টাকা দেবে এডিবি।
ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন। স্থানীয় একটি হোটেলে চুক্তি অনুষ্ঠান হয়।
উল্লেখ্য, এর আগে একই প্রকল্পে ৫০ কোটি ডলার দিয়েছিল এডিবি।
মতামত দিন