শনিবার (২ অক্টোবর) ভোরে যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আলীর বাড়িতে আগুন লাগে
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের লং আইল্যান্ডে বসবাসরত বাংলাদেশি একটি পরিবারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সেই পরিবারের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত আরা আলী নামে ওই কিশোরী।
নাসাউ কাউন্টির প্রধান ফায়ার সার্ভিস কর্মকর্তা এ বিষয়ে জানান, শনিবার (২ অক্টোবর), ভোরে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আলীর বাড়িতে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মোহাম্মদ আলীর বাসায় যান। এসময় দগ্ধ মোহাম্মদ আলীর ১৩ বছর বয়সী মেয়ে রিফাত আরা আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে আনার সময় অগ্নিদগ্ধ হন ২ জন ফায়ার সার্ভিস কর্মকর্তাও। তাদেরও একই হাসপাতলে ভর্তি করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা।
এ ঘটনায় দগ্ধ হয়েছেন, রিফাতের ভাই রাইম সাদমান জিম (১৭), নানা শামসুল হক (৮২) এবং নানী দিল আফরোজ (৭১)। তারা নাসাউ ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জিমের অবস্থা শঙ্কাজনক, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
জানা গেছে, অগ্নিকাণ্ডের দিন ভোর সাড়ে ৪টায় মোহাম্মদ আলী ও তার স্ত্রী সামিনা শামস আলী কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। তার আধ ঘণ্টা পরেই টেলিফোনে তারা বাড়িতে আগুন লাগার ঘটনাটি জানতে পারেন।
২০১৯ সালের জানুয়ারি থেকে লং আইল্যান্ডের বাড়িটিতে থাকছিলেন তারা। কীভাবে সেখানে আগুন লাগল তা ফায়ার সার্ভিসসহ একাধিক সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে।
মতামত দিন