তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু করা হয়েছে
সিলেটের গোলাপগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল হোসেন ওরফে বলাই (৩৫) নামে এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল হোসেন উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) রাত আড়াইটায় বাঘা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, শিশুটির বসতবাড়িতে রাজমিস্ত্রির কাজ করতো আবুল হোসেন। এক পর্যায়ে সকলের অগোচরে গত ২৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মতামত দিন