প্রধানমন্ত্রীর উপহারের ঘর এবং ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের জন্য ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে জন প্রতি দুই হাজার টাকা করে চাঁদা আদায়ের চেষ্টা করছিলেন ওই ব্যক্তি
বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয়দের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে আবদুর রহমান (৫০) নামে একজনের বিরুদ্ধে।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট এলাকায় এ ঘটনা ঘটে। টাকা আদায়ের সময় হাতেনাতে ধরা পড়লে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত আবদুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।
আবদুর রহমান নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের বাসিন্দা।
ঢাকা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার কুন্দারহাট এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর এবং “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে জন প্রতি দুই হাজার টাকা করে চাঁদা আদায়ের চেষ্টা করছিলেন আবদুর রহমান।
পরে গ্রামবাসীদের সন্দেহ হলে তারা অভিযুক্ত আবদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাবাদে ঠিকমতো উত্তর দিতে না পারায় গ্রামবাসীরা তাকে আটক করে “৯৯৯” নম্বরে ফোন করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে প্রতারক আবদুর রহমানকে আটক করে।
ওসি আবুল কালাম আজাদ জানান, “টাউট আইন ১৮৭৯-এর ০৬ ধারা” অনুযায়ী আবদুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রায়হানুল ইসলামের আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
আদালত জানান, জিজ্ঞাসাবাদে অভিযোগের কথা স্বীকার করেছেন অভিযুক্ত আব্দুর রহমান। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মতামত দিন