ঘটনার পর থেকেই অভিযুক্ত দোকানি পলাতক রয়েছে
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এক শিশুর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত সুধন চন্দ্র দাস পেশায় দোকানদার।
রবিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মথুরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত রিফাত ইসলাম আলিফ (৯) সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়ার মৃত ফজর ফকিরের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, রিফাতের মা এলাকার বিভিন্ন বাড়িতে কাজ করেন। স্কুল বন্ধ ও অভাবের কারণে বাড়ির কাছেই রঞ্জিত দাসের চায়ের দোকানে কাজ নেয় রিফাত।
পাশের চা দোকানদার সুধন চন্দ্রের সঙ্গে রঞ্জিতের ব্যবসায়িক বিরোধ রয়েছে। সে কারণেই সুধন পাশের দোকানের কর্মচারী রিফাতকেও পছন্দ করতেন না।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিশু আলিফ তার (সুধন) দোকানের পাশে প্রস্রাব করলে ক্ষিপ্ত হয়ে চায়ের কেটলির গরম পানি শিশুটির বুকে ঢেলে দেন। এতে তার বুক ঝলসে যায়। পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে দোকানদার রঞ্জিত দাস জানান, শিশুটি বর্তমানে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মথুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাবেদ আকতার জিপু জানান, আলিফ তার স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। অভাবের কারণে সে নিয়মিত স্কুলে আসত না। চায়ের দোকানে কাজ করে বিধবা মাকে সহযোগিতা করত।
অভিযুক্ত সুধনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত দোকানদার সুধন পলাতক।
মতামত দিন