অ্যাম্বুলেন্সটি কাঁচপুর সেতুর নিচের দিকে পশ্চিম ঢালে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়
নারায়ণগঞ্জে কাঁচপুর সেতুর ওপর অ্যাম্বুলেন্স উল্টে রোগীসহ ৪ জন আহত হয়েছে। সোমবার (৪ অক্টোবর) দুপুর দেড়টায় সেতুটির পশ্চিম ঢালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চাঁদপুরের শাহরাস্তি এলাকার মো. মহসিন (৩৫), তার মা আনোয়ারা বেগম (৬০), বোন রাহেলা বেগম (৪৫) ও আমির হোসেন (৩৫)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁদপুরের শাহরাস্তি থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি রাজধানীর (মেট্রো ছ-১১-৪০৬৮) নিউরোসায়েন্স হাসপাতালে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি কাঁচপুর সেতুর নিচের দিকে পশ্চিম ঢালে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে রোগীসহ ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে আম্বুলেন্সে থাকা ৪ জন আহত হয়। অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে সেতু থেকে সরিয়ে দেয়া হয়েছে। যান চলাচল এখন স্বাভাবিক।
মতামত দিন