২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৩১টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে
চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সকালে রামদাস মুন্সিহাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদ্রাসা রামদাস মুন্সিরহাট এলাকা থেকে ডলফিনটিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা মৃত ডলফিনটি হালদা নদীর রামদাস মুন্সিহাট এলাকায় ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় সেটি উদ্ধার করে। ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ও প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, “ডলফিনটির দেহ পচে যাওয়ায় কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করছি জেলেদের জালে আটকা পড়ে শ্বাসরোধ হয়ে মারা গেছে প্রাণীটি। এটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৩১টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।’’
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদ্রাসার বারুয়াপাড়া এলাকায় মাছ ধরার জাল থেকে ৫ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।
মতামত দিন