মঙ্গলবার থেকে বাণিজ্যিকভাবে ফেরি চলাচল শুরু হবে
দেড় মাসের বেশি সময় বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ছোট একটি ফেরির মাধ্যমে এ নৌপথে পরীক্ষামূলক (ট্রায়াল) ফেরি ছাড়া হয়।
ফেরি চলাচল প্রসঙ্গে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং গবেষণা প্রতিষ্ঠান সিইজিআইএস প্রতিনিধিরা গত সপ্তাহে শিমুলিয়া-বাংলাবাজার ফেরি রুটে একটি জরিপ চালায়।
জরিপের ফলাফল অনুযায়ী পদ্মা নদীর প্রবাহের হার সর্বনিম্ন ২.৫৯ নটিক্যাল মাইল এবং এই জলপথে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ প্রবাহ হার ছিল ৩.৯৬ নটিক্যাল মাইল। তবে প্রবাহের হার ২.৫০ নটিক্যাল মাইলের নিচে থাকলেই ফেরি চলতে পারে। শিমুলিয়া থেকে বাংলাবাজার রুটের ফেরি পদ্মা সেতুর ১৩, ১৪ এবং ১৫ নম্বর পিলারের মধ্য দিয়ে যাবে, আর বাংলাবাজার থেকে শিমুলিয়া রুটের ফেরি ১৯, ২০ এবং ২১ পিলারের মধ্য দিয়ে যাবে। এখন আপাতত ডাম্ব ফেরি চলবে না। তবে মাঝিকান্দিতে আপাতত ফেরি চালুর সম্ভাবনা নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগে সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহাদাত হোসেন ঢাকা ট্রিবিউনকে জানান, আজকে (৪ অক্টোবর) সকালে ফেরি কুঞ্জলতায় ছোট ছোট যানবাহন ও অল্পসংখ্যক যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে বাংলাবাজার আবার বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাট পর্যন্ত চলাচলে সফল হয়েছে। এখন বিআইডব্লিউটিসি নির্দেশনা পেলেই বাণিজ্যিকভাবে ফেরি চলাচল শুরু হবে।
এদিকে ফেরি সচল হওয়ার খবর পেয়ে সকাল থেকেই শিমুলিয়া ঘাটে ভীড় জমিয়েছে ছোট-বড় যানবাহন ও যাত্রীরা। দীর্ঘ সময় পর ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ঘাটে আসা যাত্রীরা।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ম্যানেজার (হিসাব শাখা) সাঈদুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে জানান, আজকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল সফল হয়েছে। আগামীকাল থেকে বাণিজ্যিকভাবে ফেরি চলাচল শুরু হবে। তবে এখন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডাম্ব ফেরি বাদে সব ধরনের ফেরি চলাচল করবে।
উল্লেখ্য, পদ্মা সেতুতে ফেরির বারবার ধাক্কার ঘটনায় দুর্ঘটনা ও পদ্মা সেতুর নিরাপত্তায় গত ১৮ই আগস্ট থেকে শিমুলিয়া- বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরে এই রুটের বিকল্প হিসেবে শরীয়তপুরের জাজিরার মাঝিরকান্দিতে ফেরিঘাট তৈরি করে শিমুলিয়া-মাজিরকান্দি রুটে ফেরি চলাচলের ব্যবস্থা করা হয়।
মতামত দিন