আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এ টিকা কার্যক্রম চলবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
টিকাদান কার্যক্রমের লক্ষ্যে শহীদ বুদ্ধিজীবী ডক্টর মুহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারকে একটি অস্থায়ী টিকা কেন্দ্রে পরিণত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, ১৭ অক্টোবর পর্যন্ত সিনোফার্ম ভ্যাকসিন প্রদানের মাধ্যমে চলবে এ টিকা কার্যক্রম।
তবে টিকাকেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য টিকা প্রার্থীকে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা বিশ্ববিদ্যালয় আইডি কার্ড সঙ্গে আনতে হবে।
দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হবে ১৯ নভেম্বর থেকে। এমনকি, যারা কিনা ইতোমধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিজি হাসপাতাল (বিএসএমএমইউ) এবং শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধীনে কোভিড ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন তারাও তাদের ডোজগুলো এখান থেকে নিতে পারবেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাস্টার্স এবং অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আগামী ৫ অক্টোবর আবাসিক হলগুলি পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে।
মতামত দিন