স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে আব্দুল কাদের (৩৩) নামের এক ইজিবাইক চালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে আব্দুল কাদের (৩৩) নামের এক ইজিবাইক চালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদের (৩৩) বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা।
রবিবার (৩ অক্টোবর) দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, ওই শিক্ষার্থীর সাথে স্কুলের সামনে কথা বলার চেষ্টাকালে শিক্ষার্থী ও অভিভাবকরা আব্দুল কাদেরকে আটক করেন। বেশ কিছুদিন ধরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ওই শিক্ষার্থীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল আব্দুল কাদের।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, “ইজিবাইক চালক আব্দুল কাদের স্কুলে যাওয়া আসার সময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতেন। তিনি সবার সামনে এই অপরাধের কথা শিকারও করেছেন। তাই দণ্ডবিধির ৫০৯ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দুপুরে তাকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
মতামত দিন