৭ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তালা ভেঙে আবাসিক হলগুলোতে হলে ওঠা শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
শনিবার (২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্থায়ী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
হলগুলোতে তালা ভেঙে প্রবেশ এবং পূর্ব অনুমতি ব্যতিত সেখানে অবস্থানকারীদের বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া উচিত না তা জানতে চেয়ে ছাত্রদের কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। পাশাপাশি ৭ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের নোটিশের জবাব দিতেও বলা হয়েছে।
আরও পড়ুন- তালা ভেঙে অমর একুশে হলে উঠেছেন শতাধিক ঢাবি শিক্ষার্থী
এছাড়া, সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের চিহ্নিত করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, কর্তৃপক্ষের সিদ্ধান্তকে অস্বীকার করে বিভিন্ন হলগুলোতে শিক্ষার্থীদের থাকতে দেখা গেছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করোনাভাইরাসের অন্তত একটি ডোজ নেওয়ার শর্তে ৫ অক্টোবর থেকে সীমিত পরিসরে স্নাতকোত্তর এবং শেষ বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের জন্য হলগুলো পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে।
মতামত দিন