বিস্ফোরণে অনেকে আহতও হয়েছেন বলে জানা গেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশপথে একটি বিস্ফোরণে অনন্ত ২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে তালেবানের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
বিস্ফোরণে অনেকে আহতও হয়েছেন বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (৩ অক্টোবর) কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য আয়োজিত স্মরণসভার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণস্থলের পাশের দোকানি আহমাদুল্লাহ ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেন, “আমি ঈদ গাহ মসজিদের কাছে বিস্ফোরণের শব্দ শুনেছি। বিস্ফোরণের আগে সেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছে।”
টুইটারে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, তারা অন্তত আহত চারজনকে চিকিৎসা দিয়েছে। চিকিৎসা কর্মীদের হাসপাতালের বাইরে অপেক্ষা করতে দেখেছেন এএফপির সাংবাদিকরা। তারা রক্তমাখা কাপড়ে লোকজনকে হাসপাতালে আসতে দেখেছেন।
মতামত দিন