রাজশাহীর বাঘমারা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় আলামিন হোসেন (৪২) নামের সাবেক এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে
রাজশাহীর বাঘমারা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় আলামিন হোসেন (৪২) নামের সাবেক এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত আলামিন হোসেন আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি।
শনিবার (০২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খুজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় আলামিন একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন যুবক তাকে ঘিরে ধরেন। এরপর তিনি কেন চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান এ নিয়ে তারা আলামিনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা দোকানের সামনে তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আলামিনের স্বজনদের অভিযোগ, উপজেলার আউচপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার জান মোহাম্মদের নির্দেশে তার লোকজন এই হামলা চালিয়েছে। তবে জান মোহাম্মদ এই অভিযোগ অস্বীকার করেছেন।
বাঘমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, “খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চায়ের দোকানে রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ করার সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করায় তাদের স্বজনরা সেখানে অবস্থান করছেন। এজন্য মামলা করতে দেরি হচ্ছে। তাই এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আর কাউকে আটকও করা হয়নি। তবে আলামিনের খোঁজ খবর রাখা হচ্ছে। তাদের অভিযোগ মোতাবেক অভিযান পরিচালনা করে আসামিদের আইনের আওতায় আনা হবে।”
মতামত দিন