৯৯৯ নম্বরে ফোন করে ওই যুগল বিষয়টি জানায়
বগুড়ার ধুনট উপজেলার এক তরুণ রাজধানীর একটি পোশাক কারখানায় কাজ করেন। তার সঙ্গে দীর্ঘদিন ধরে ১০ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর অনেকদিন ধরে মন দেওয়া-নেওয়া চলে আসছিল। প্রেমিকের কর্মস্থল দূরে হওয়ায় বেশ কিছুদিন ধরে তাদের দেখা-সাক্ষাত হচ্ছিল না। প্রেমিকাকে এক নজর দেখতে রবিবার তিনি এলাকায় ছুটে আসেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গল্প করতে করতে তারা দুজন মাদ্রাসার টয়লেটে ঢুকে পড়েন। স্থানীয় কিছু তরুণ বিষয়টি টের পেয়ে টয়লেটের দরজায় তালা ঝুলিয়ে দেয়।
রবিবার দুপুরে উপজেলার বিলচাপড়ী দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ধুনট থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন খান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে ওই প্রেমিক যুগলকে আটকে রাখে স্থানীয় তরুণরা। পরে তারা জাতীয় জরুরি সেবা ‘‘৯৯৯’’ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ এসে তালা খুলে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এসআই রুহুল আমিন জানান, টয়লেটে আটকে পড়া অবস্থায় সোহাগ হোসেন নামে এক তরুণ ‘‘৯৯৯’’ নম্বরে ফোন দেন। পরে প্রেমিকাসহ তাকে উদ্ধার করা হয়।
কোনো অভিযোগ না থাকায় স্থানীয় সমাজসেবা অফিসের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন