এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৭৩ জনে। একই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনে।
রবিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২১ হাজার ১৬০ জনের। নমুনা পরীক্ষা করা হয় ২১ হাজার ২৪৬টি। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২.৯০%। এ পর্যন্ত মোট ৯৭ লাখ ৯৪ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫.৯১%। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.৪৮% এবং মৃত্যুর হার ১.৭৭%।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৯ জন পুরুষ, ৯ জন নারী। ১৮ জনের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ৭ জন করে মোট ১৪ জনের। এছাড়াও রাজশাহী বিভাগে দুই জন এবং খুলনা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
মতামত দিন