আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে
আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে এ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয় ও বিক্রয় নিষিদ্ধ করে সরকর।
রবিবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
প্রতিবছরের মতো ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এ পদক্ষেপ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
নিষেধাজ্ঞা কার্যকর এবং এ সময়ে জেলেদের সহায়তা দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ২২ দিন গভীর সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনী ও সমুদ্র মোহনায় কোস্টগার্ডের টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতামত দিন