প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাস্কর্যের উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে গান্ধীজীর ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাস্কর্যের উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী।
ভাস্কর্য উদ্বোধন শেষে আত্রাই উপজেলার গান্ধী আশ্রমে বঙ্গীয় রিলিফ কমিটির সভাপতি আমিনুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েলের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, “ভারত ও বাংলাদেশ একে অপরের অকৃত্রিম বন্ধু। তাই ভারতীয় জাতির পিতা মহাত্মা গান্ধী ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শকে বুকে ধারণ, লালন ও পালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের লাল সবুজের বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।”
এদিকে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী ও অহিংসা দিবস উপলক্ষে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আলোচনা সভা ও রক্ত ও প্লাজমা-দান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২অক্টোবর) বিকালে নগরীর ভদ্রায় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নাট্যকার মলয় ভৌমিক। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। পরে অনুষ্ঠানে প্রায় শতাধিক ব্যক্তি রক্ত ও প্লাজমা দান করেন। এতে সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী।
মতামত দিন