বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে বাংলাদেশের মোট জনসংখ্যার ২০% মানুষকে টিকা দেওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ৪০% করা হয়েছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে বাংলাদেশের মোট জনসংখ্যার ২০% মানুষকে টিকা দেওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ৪০% করা হয়েছে। সে অনুযায়ী কোভ্যাক্স থেকে ৬ কোটি ৮০ লাখ ডোজের পরিবর্তে ১৩ কোটি ৬০ লাখ টিকা পাবে বাংলাদেশ।
শনিবার (২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
তিনি জানান, শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুসের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বি-পাক্ষিক বৈঠক করেন। কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে বাংলাদেশের মোট জনসংখ্যার ৪০% মানুষ টিকা পাওয়ার বিষয়টি বৈঠকেই চূড়ান্ত হয়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেখানে জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে আলোচনার প্রথম পর্যায়ে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ২০% মানুষের জন্য টিকা পাঠানোর আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা দেশের জনসংখ্যা অনুযায়ী আমরা ৪০% মানুষের জন্য টিকা পাঠানোর অনুরোধ জানাই।। তিনি পর্যায়ক্রমে দ্রুত সেটা পাঠাতে সম্মত হয়েছেন।
মতামত দিন