জমি নিয়ে বিরোধে ছোট ভাই বেলাল হোসেনকে ফাঁসাতে গিয়ে বাহাচ আলী তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেন
বগুড়ার ধুনটে বাহাচ আলী (৪১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী স্বপ্না খাতুনকে (৩৮) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ অক্টোবর) রাতে উপজেলার চালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের বলছে, জমি নিয়ে বিরোধে ছোট ভাই বেলাল হোসেনকে ফাঁসাতে গিয়ে বাহাচ আলী তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ঢাকা ট্রিবিউনকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাহাচ আলী ও বেলাল হোসেন ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের মৃত মতরাজ আলীর ছেলে। বেলাল হোসেন এলাকায় কৃষিকাজ করেন। বাহাচ আলী স্ত্রীকে নিয়ে বাড়ির কাছে দোকানে চা-বিস্কুট বিক্রি করেন। পৈতৃক ২২ শতক জমি নিয়ে দুই ভাইয়ের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারা থানায় একে অপরের বিরুদ্ধে পাল্টা পাল্টি অভিযোগও করেছেন। শুক্রবার রাতে স্বপ্না খাতুন তার মেয়ের কাছে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে বাহাচ আলী তার স্ত্রী স্বপ্না খাতুন ঘুম থেকে ডেকে তোলেন। এরপর বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে তার চায়ের দোকানে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর তিনি ধারালো অস্ত্র স্ত্রী পেটে ঢুকিয়ে দেন। এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুন মারা যান। এরপর বাহাচ আলী ভাই বেলালকে ফাঁসাতে বাড়িতে গিয়ে মেয়েকে জানান, তার মাকে চাচা বেলাল পেটে শাবল দিয়ে হত্যা করেছে।
খবর পেয়ে শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া সন্দেহজনক আচরণ করায় নিহতের স্বামী বাহাচ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে ফাঁসাতে বাহাচ আলী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। দাফন শেষে নিহতের পরিবার সিরাজগঞ্জের কাজিপুর থেকে এলে মামলা হবে। এছাড়া আসামি করা হলে বাহাচ আলীকে গ্রেপ্তার দেখানো হবে।
মতামত দিন