দুপুর দেড়টার দিকে ভৈরব বাজার স্টেশনে প্রবেশের সময় ১টি বগি লাইনচ্যুত হয়
কিশোরগঞ্জের ভৈরবের রেলওয়ে স্টেশনের প্রবেশের সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগ্রামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
শনিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ভৈরব বাজার স্টেশনে প্রবেশের সময় একটি বগি লাইনচ্যুত হয়।
কিশোরগঞ্জের সহকারী স্টেশন মাস্টার জয়নুল আবেদীন জানান, শনিবার দুপুর দেড়টার দিকে নাসিরাবাদ ট্রেনটি ভৈরব স্টেশনের প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দ হয়। ট্রেনে থাকা যাত্রীরা চিৎকার শুরু করলে চালক সঙ্গে সঙ্গে ট্রেনটি থামাতে সক্ষম হন। এসময় ট্রেনে একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ফলে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
এ বিষয়ে ভৈরব জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, ভৈরব রেলস্টেশনের আউটারে জগন্নাথপুর এলাকায় দুপুর দেড়টার দিকে নাসিরাবাদ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। নাসিরাবাদ ট্রেনটি ময়মনসিংহ ও চট্টগ্রামের মধ্যে চলাচল করে।
মতামত দিন