টঙ্গী স্টেশনে ঢোকার পূর্বমুহূর্তে চলন্ত ট্রেনে পাথর ছুড়তে থাকে দুর্বৃত্তরা
ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের বগিতে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে ৪ জন ট্রেনযাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে গাজীপুরের টঙ্গী রেলস্টেশনে পৌঁছানোর পূর্বমুহূর্তে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের টাওয়াদী এলাকার দেলোয়ার মিয়ার ছেলে কবির মিয়া (৩৮) ও করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হাসান আলীর ছেলে শুক্কুর আলী (৩২)। এই ঘটনায় আহত অন্য দুজনের নাম-পরিচয় জানা না গেলেও তাদের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে বলে জানা গেছে।
আহত যাত্রী ও রেল পুলিশ সূত্রে জানা যায়, উপবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে রাত সাড়ে ৮টায় সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি পৌনে ১০টার দিকে গাজীপুরের টঙ্গী স্টেশনে পৌঁছানোর পূর্বমুহূর্তে মাঝখানের একটি বগিতে দুর্বৃত্তরা স্লিপারে থাকা পাথর বগির ভেতর ছুড়তে থাকে। এতে বগির ভেতরে দুই ভাইসহ চারজন যাত্রী আহত হন। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনায় আহত শুক্কুর আলীর বড়ভাই রহমত উল্লাহ বলেন, “আমরা পাঁচজন ওই ট্রেনে বাড়ি ফিরছিলাম। টঙ্গী স্টেশনে ঢোকার পূর্বমুহূর্তে চলন্ত ট্রেনের ভেতরে কে বা কারা পাথর ছুড়তে থাকে এতে আমার ছোট ভাইসহ আমার চারজন রক্তাক্ত হই। একজনের হাতে ও অন্যজনের মাথায় লাগে। বাকি দুজনও আহত হয়। পরে ট্রেন নরসিংদীতে থামলে আমরা সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই।”
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাদিরুল আমিন জানান, আহতদের মধ্যে একজনের ডানপাশের গালের ওপরের অংশে ও অন্যজনের বামপাশের গালের ওপরের অংশে জখম হয়েছে। অল্পের জন্য তাদের চোখ রক্ষা পেয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমায়েদুল জাহেদী বলেন, “বিষয়টি আমরা জানতে পেরেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
মতামত দিন