রুটিন বদলেছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসের
সপ্তাহে একদিনের বদলে দুই দিন করে শুরু হচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস।
আজ শনিবার (২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে নতুন রুটিনের ক্লাস।
এর আগে গত বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অষ্টম ও নবম শ্রেণির মতোই তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসের জন্য নতুন সময়সূচি প্রকাশ করে।
নতুন রুটিন অনুযায়ী, সপ্তাহের রবি ও বৃহস্পতিবার তৃতীয় শ্রেণির ক্লাস এবং শনি ও বুধবারে চতুর্থ শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে।
এ ছাড়া প্রথম শ্রেণির ক্লাস মঙ্গলবার ও দ্বিতীয় শ্রেণির ক্লাস সোমবার এবং পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই প্রতিদিন হবে। তবে পঞ্চম শ্রেণির ক্লাসগুলো মধ্যাহ্নবিরতির পর এবং অন্যান্য শ্রেণির ক্লাস মধ্যাহ্নবিরতির আগে অনুষ্ঠিত হবে। এবং মধ্যাহ্নবিরতির সময় শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
অন্যদিকে, আগের মতোই বন্ধ থাকছে শিশুশ্রেণি, নার্সারি ও কেজি তথা প্রাক্-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করা হয়।
মতামত দিন