বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রাস্টার এবং স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া চালানটি গ্রহণ করবেন
জার্মানি থেকে ৭ লাখ ৯০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকার একটি চালান শনিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার (১ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রাস্টার এবং স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বিমানবন্দরে উপস্থিত হয়ে চালানটি গ্রহণ করবেন।
বাংলাদেশ বর্তমানে চারটি প্রতিষ্ঠানের তৈরি করোনাভাইরাস প্রতিরোধক টিকা ব্যবহৃত হয়। সেগুলো হল- অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং সিনোফার্ম।
গত বছর নভেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩০ কোটি ডোজের টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
টিকার রপ্তানির উপর ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে এর আগে অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়া বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে অন্য উৎস থেকে এই টিকার সরবরাহ নিশ্চিত হলে পুনরায় টিকা প্রদান শুরু হয়।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত প্রায় ৩ কোটি ৩২ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছে। তাদের মধ্যে প্রায় ১ কোটি ৬৯ লাখেরও বেশি মানুষ কোভিডের টিকার উভয় ডোজ গ্রহণ করেছে।
মতামত দিন