এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির মা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন
ফরিদপুরের নগরকান্দায় এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত মো. আবু সাইদ (১৮)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের বাসিন্দা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির মা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মেয়েটির মা ও দাদি পাশের বাড়িতে ধান শুকানোর জন্য যায়। এ সময় বাক প্রতিবন্ধী মেয়েটিকে ঘরের মধ্যে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী আবু সাইদ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, “বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রপ্তারের চেষ্টা চলছে।”
মতামত দিন