শুক্রবার খুবি ছাড়াও খুলনার আরও তিনটি কেন্দ্রে ঢাবির ‘ক’ ইউনিটর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়
খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে সশরীরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘‘ক’’ ইউনিটর ভর্তি পরীক্ষা খুবি ক্যাম্পাস ছাড়াও খুলনার আরও তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফসের ড. মাহমুদ হোসেন হল পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে উপাচার্য বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্র ও এর অধীনে শহর আরও তিনটি কেন্দ্রে অত্যন্ত সুন্দর পরিবেশে, সুষ্ঠুভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোভিড-১৯ পরিস্থিতিতে এটা ভালো সিদ্ধান্ত।”
“কারণ, এই হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ঢাকায় যেতে যে ভোগান্তি ও আর্থিক ব্যয় হয় তা থেকে এবার তারা পরিত্রাণ পেলেন। অভিভাবক ও শিক্ষার্থীরা খুবই ইতিবাচকভাবে নিয়েছেন এই বিভাগীয় শহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিকেন্দ্রীকরণ নিয়ে।”
উপাচার্য আরও বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও আমরা সবাই নিজেদের পরীক্ষা মনে করেই দায়িত্ব পালন করছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিও আছেন। আমরা আশা করছি এই সাফল্য কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বড় বিশ্ববিদ্যালয়গুলোও ভবিষ্যতে পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে এমন পদক্ষেপ নেবে। আগামীতে শিক্ষার্থীদের আর সারাদেশে ছোটাছুটি করতে হবে না। এখন থেকে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।”
এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
শনিবার (২ অক্টোবর) ‘‘খ’’ ইউনিট, ৯ অক্টোবর ‘‘চ’’ ইউনিট, ২২ অক্টোবর ‘‘গ’’ ইউনিট এবং ২৩ অক্টোবর ‘‘ঘ’’ ইউনিটর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মতামত দিন