খবর পাওয়ার সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে তারা
দ্রুততম সময়ের মধ্যে জনগণের ডাকে সাড়া দিয়ে ঘটনাস্থলে পৌঁছাবে পিরোজপুরের পুলিশ। এজন্য জেলায় চালু করা হয়েছে “কুইক রেসপন্স অ্যান্ড রিপোর্ট (কিউআরআর)” কার্যক্রম। বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হবে এ কার্যক্রম। ফলে দ্রুততম সময়ের মধ্যে মানুষ পাবে পুলিশি সেবা।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। এ সময় পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআইজি আক্তারুজ্জামান জানান, একটি হোয়াটস্অ্যাপ গ্রুপের মাধ্যমে পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ ও মনিটরিং করা হবে। কিউআরআর টিমে প্রতিদিন ২৪ ঘণ্টা কাজ করার জন্য পুরো জেলাকে ২৪টি টিমে ভাগ করা হয়েছে। আর প্রতিটি টিম খবর পাওয়ার সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে এবং তাৎক্ষণিকভাবে ঘটনার ছবি এবং অন্যান্য তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে।
ফলে কোনো ঘটনার তথ্য পরিবর্তন কিংবা আড়াল করার সুযোগ থাকবে না বলেও জানান তিনি।
এছাড়া কোনো মামলা হলে, কিউআরআর টিমের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং স্থানীয়ভাবে মারামারি, হানাহানি ও হত্যাকাণ্ডের মতো নির্মম ঘটনাগুলো কমবে বলেও জানান তিনি।
পর্যায়ক্রমে কিউআরআর কার্যক্রম পুরো বিভাগে চালু করা হবে বলেও জানান ডিআইজি।
মতামত দিন