অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের জন্য তালিকা আজ কালের মধ্যে বিটিআরসিকে দেয়া হবে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ জানিয়েছেন পর্যায়ক্রমে অননুমোদিত সব নিউজ পোর্টাল বন্ধ করে দেয়া হবে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর জীবনভিত্তিক গ্রন্থমোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, “অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের জন্য তালিকা আজ কালের মধ্যে বিটিআরসিকে দেয়া হবে। বিটিআরসি অনেকগুলো অনলাইন পোর্টাল বন্ধ করে দিয়েছিল। সেখানে দেখা গেছে নিবন্ধিত এমনকি সরকারি ওয়েবপোর্টালও বন্ধ হয়ে গিয়েছিল। এটি ভুল বোঝাবুঝির কারণেই হয়েছে। সেটি খুব দ্রুত নিরসন হয়েছে। আমরা আমাদের কাছ থেকে তালিকা পাঠাবো যে সমস্ত অনলাইন পোর্টাল বন্ধ করতে হবে।”
তথ্যমন্ত্রী আরও বলেন, “অনলাইন পোর্টাল অনুমোদন যেমন একটি চলমান প্রক্রিয়া এবং অনলাইন পোর্টাল যেগুলো আসলে গর্হিত কাজ করে কিংবা সৎ উদ্দেশ্যে পরিচালিত নয়, গুজব রটায় কিংবা ভুল সংবাদ প্রচার করে সেগুলো বন্ধের কার্যক্রম চলমান থাকবে। আমাদের কাছ থেকে তালিকা পেলে তারা সেগুলো বন্ধ করবে।”
মতামত দিন