গোপালগঞ্জের বাকপ্রতিবন্ধী নইম হাওলাদারের স্ত্রী রাবেয়া বেগম মঙ্গলবার তিনটি ছেলে সন্তানের জন্ম দেন, তাদের আরও দুটি সন্তান রয়েছে
গোপালগঞ্জে বাকপ্রতিবন্ধী নইম হাওলাদারের ৩ নবজাতককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার পেয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাসপাতালে গিয়ে নবজাতকের অভিভাবকের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নতুন পোশাক, শিশু খাদ্য,সুরক্ষা সামগ্রী ও বিভিন্ন প্রকার ফল ।
এর আগে গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কোটালীপাড়ার সিতাইকুন্ড গ্রামের বাকপ্রতিবন্ধী নইম হাওলাদারের স্ত্রী রাবেয়া বেগম উপজেলা সদরের বর্ণ হাসপাতালে তিনটি ছেলে সন্তানের জন্ম দেন। নইম-রাবেয়া দম্পতির ঘরে আরও দুটি সন্তান রয়েছে।
নইমের শ্বশুর আইয়ুব আলী গাজী বলেন, “আমার জামাই বাকপ্রতিবন্ধী। সে ভাল উপার্জন করতে পারে না। তাই তার আগের দুটো সন্তানকে নিয়েই সংসার চালাতে আমার জামাই নইমের হিমশিম খেতে হয়। এরই মাঝে আরও তিনটি সন্তান হয়েছে। এখন আমার জামাই কিভাবে সংসার চালাবে তা ভেবে পাচ্ছি না।”
তিনি আরও বলেন, “আমার মেয়ের তিনটি ছেলে সন্তান জন্ম দেওয়ার কথা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপহার সামগ্রী নিয়ে এসেছেন। এ উদ্যোগকে স্বাগত জানাই। এভাবে পরিবারটির পাশে থাকলে ও কর্মসংস্থানের ব্যবস্থা করলে আমরা জামাই আরও ভাল থাকবে।”
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, “একটি অসহায় পরিবারের এক বোন একসঙ্গে ৩টি ছেলে সন্তান জন্ম দিয়েছেন। এ খবর জানার পরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক তার পক্ষ থেকে এ অসহায় পরিবারটিকে উপহার হিসেবে নতুন পোশাক, শিশু খাদ্য ও সুরক্ষা সামগ্রীসহ বিভিন্ন প্রকার ফল পৌঁছে দিলাম। আমরা সাংগঠনিক ভাবেও আগামীতে এই পরিবারটির পাশে থাকবো।”
মতামত দিন