বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার
দেশ বরেণ্য ফোকসম্রাজ্ঞী, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগম (৭৫) মারা গেছেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এর ব্যক্তিগত সহকারী সজল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, উজালা বেগম র্দীঘদিন ধরে লিভারজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত ১৫ সেপ্টেম্বর সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওই দিন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয় এবং সেখানে তার চিকিৎসা চলছিল। গতকাল বুধবার দিবাগত রাত থেকে তার অবস্থার অবনতি ঘটে।
বৃহস্পতিবার বাদ আসর সিংগাইরের বাউল কমপ্লেক্সে তার স্বামী মধু বয়াতির কবরের পাশেই তাকে দাফন করা হবে।
এমপির মায়ের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও মানিকগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবী মানুষ শোক করেছেন বলে জানান এমপির ব্যক্তিগত সহকারী সজাল হোসেন।
মতামত দিন