ধর্ষণ চেষ্টার শিকার ও ধর্ষণকারী দুই জনই কিশোর
খুলনার ডুমুরিয়া থানা এলাকায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্তকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওবাইদুর রহমান বলেন, “ধর্ষণচেষ্টার শিকার ও অভিযুক্ত দুই জনই কিশোর। বিষয়টি খুবই স্পর্শকাতর। আইনগতভাবে অগ্রসর হয়ে ব্যবস্থা গ্রহণ করছি।”
এজাহারের বরাদ দিয়ে পুলিশ জানায়, ওই কিশোরী জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। অধিকাংশ সময় বিছানায় পড়ে থাকে। মঙ্গলবার সকালে সে ঘরেই শুয়ে ছিল। এ সময় বাড়ির অন্যান্যরা কাজে বাইরে বের হয়। সেই সুযোগে তারই বয়সী এক কিশোর (১৬) ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। কিছুক্ষণ পরে তার মা বাড়িতে এলে কিশোর দৌড়ে পালিয়ে যায়। ঘরে গিয়ে তিনি মেয়ের পরিধেয় পোশাক এলোমেলো অবস্থায় দেখেন। তখন প্রতিবন্ধী কিশোরী কাঁদছিল। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন।
মতামত দিন