বাংলাদেশ ১০০ এর মধ্যে পেয়েছে ৫৯.৬ স্কোর আর ভারত পেয়েছে ৫৬.২ স্কোর এবং পাকিস্তান পেয়েছে ৫৬.১ স্কোর
করোনাভাইরাস মোকাবেলায় ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। বিশ্বের ৫৩টি দেশের মধ্যে ৫ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশ ১০০ এর মধ্যে পেয়েছে ৫৯.৬ স্কোর আর ভারত পেয়েছে ৫৬.২ স্কোর এবং পাকিস্তান পেয়েছে ৫৬.১ স্কোর।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্লুমবার্গের মতে বাংলাদেশের মোট জনসংখ্যার ১১.৯% টিকা নিয়েছেন।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, বিগত ৪ মাসের মধ্যে বাংলাদেশ সর্বনিম্ন দৈনিক মৃত্যুর রেকর্ড করায় এবং ৫০০ দিনের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পর পুনরায় খুলে দেওয়ায় র্যাঙ্কিংয়ে বড় এই পরিবর্তন এসেছে। করোনাভাইরাসের সংক্রমণ হার নিম্নমুখী হওয়ায় জুলাই মাসে বাংলাদেশ রেজিলিয়েন্স র্যাঙ্কিংয়ে ৪৮তম স্থান থেকে সেপ্টেম্বরে ৪৪তম স্থানে উঠে আসে।
অন্যদিকে, ভারত এবং পাকিস্তান এই দুটি দেশ তিন ধাপ নিচে নেমে যথাক্রমে ৪৮তম এবং ৪৪তম স্থানে অবস্থান করছে।
এদিকে কোভিডকালীন সময়ে পরিস্থিতি যথাযথ নিয়ন্ত্রণ করতে পারায় তালিকার শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড। আগস্ট মাসের পর তিন ধাপ এগিয়ে এখন প্রথম স্থানে অবস্থান করছে দেশটি। আয়ারল্যান্ডের জনসংখ্যার ৭২.৫% ইতিমধ্যে টিকা নিয়ে নিয়েছে।
ব্লুমবার্গ ১২ টি সূচকের উপর নির্ভর করে বিশ্বে অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় ৫৩টি রাষ্ট্রকে নিয়ে এই এই র্যাঙ্কিং তৈরি করে। এই ১২টি সূচকের মধ্যে রয়েছে টিকার হার, স্বাস্থ্যসেবার মান, কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ, মৃত্যুর হার, গত মাসের হিসাব, সীমান্তে নিষেধাজ্ঞা এবং ভ্রমণ চালু করাসহ এই সংক্রান্ত ব্যাপারগুলো।
ব্লুমবার্গের মতে ভারতের মোট জনসংখ্যার ৩১.৩% টিকা নিয়েছে। আর পাকিস্তানের মোট জনসংখ্যার ১৮.৬% টিকা নিতে সক্ষম হয়েছে।
গত এক মাসে বাংলাদেশে প্রতি এক লাখ মানুষের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৪০ জন। ভারতে প্রতি এক লাখে আক্রান্ত হয় ৭৩ এবং পাকিস্তানে ৪২ জন। বাংলাদেশে মৃত্যুর হার ছিল ২%, ভারতে ১.৫% এবং পাকিস্তানে ১.৯%।
মতামত দিন