তারা টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে আসছিল
টাঙ্গাইলে হেরোইনসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারীপুর গ্রামের মৃত জসিম সিকদারের ছেলে জীবন সিকদার সেলিম সিকদার (৩৮) ও তার স্ত্রী সুখতারা (৩২)।
এসময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দককৃত হেরোইনের মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানায় র্যাব।
র্যাব-১২ সিপিসি ৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তারা টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে আসছিল। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।”
মতামত দিন