আজ আদালতে পাঠিয়ে দুটি মামলায় তাকে রিমান্ড চাইবে পুলিশ
প্রতারণার অভিযোগে ও ডিজিটাল নিরাপত্তা আইনে বিতর্কিত বক্তা মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ।
তিনি বলেন, “ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানান বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ডিবি পুলিশের এক কর্মকর্তা। এছাড়া গতকাল জেড এম রানা নামে একজন মুফতি কাজী ইব্রাহিমসহ ৪ জনের বিরুদ্ধে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় মামলা করেন। আজ আদালতে পাঠিয়ে দুটি মামলায় তাকে রিমান্ড চাইবে পুলিশ।”
প্রসঙ্গত, গতকাল ভোরে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে মুফতি কাজী ইব্রাহিমকে আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, সম্প্রতি তার দেওয়া বিভিন্ন বক্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দাদের একটি দল তাকে আটক করেছে।
আরও পড়ুন: মুফতি ইব্রাহিমের মুক্তির দাবিতে মানববন্ধন
উল্লেখ্য, সম্প্রতি ওয়াজ মাহফিল, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মুফতি ইব্রাহিম নানা বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মতামত দিন