হতভম্ব ছাত্র- ছাত্রীদের কেউ কেউ বাড়ি ফিরে গেলেও অনেকেই রাস্তায় ঘুরতে থাকে
কর্তৃপক্ষ নির্ধারিত জুতা না পরে স্কুলে আসায় ক্লাস থেকে শতাধিক ছাত্র-ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বাগেরহাটের মোংলা উপজেলার এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে র উপজেলার সেন্টপলস্ স্কুলে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওইদিন শিক্ষার্থীরা ক্লাসরুমে ঢুকলে প্রধান শিক্ষক এড্রজয়ন্ত কোস্তার নির্দেশে ক্লাস শিক্ষক সবার ড্রেস ও জুতা চেক করেন। সবার গায়ে স্কুলড্রেস থাকলেও শতাধিক শিক্ষার্থীর পায়ে নির্দিষ্ট জুতা ছিল না। এ কারণে ক্লাস শিক্ষকরা নির্ধারিত জুতা না পরা ছাত্রদের প্রথমে শ্রেণিকক্ষের বাইরে এবং পরে স্কুল থেকেই বের করে দেন।
হতভম্ব ছাত্র- ছাত্রীদের কেউ কেউ বাড়ি ফিরে গেলেও অনেকেই রাস্তায় ঘুরতে থাকে।
মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কমলেশ মজুমদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ারুল কুদ্দুস বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
যার পরিপ্রেক্ষিতে ক্লাস শুরুর এক ঘণ্টা পর গেটের বাইরে ঘুরতে থাকা কয়েকজনকে ফিরিয়ে নেওয়া হয়।
শিক্ষার্থীরদের অভিযোগ, খুঁটিনাটি সব বিষয়ে শিক্ষকরা ফোন করে অভিভাবকদের কাছে জানান। কিন্তু জুতার বিষয়টি তারা আগে থেকে বলেননি। জুতা পরে না আসায় স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক এড্রজয়ন্ত কোস্তা বলেন, শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়নি, জুতা পরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল।
স্কুলের কয়েকজন শিক্ষক জানান, নতুন প্রধান শিক্ষক যোগদান করার পর সব ধরনের সিদ্ধান্ত নিজেই নিচ্ছেন। কোভিড মহামারি মধ্যেও মানবিক আচরণ তিনি ভুলে গেছেন।
অভিভাবক নিজাম উদ্দিন ও মনিরুল ইসলাম বলেন, শিক্ষকরা এমন আচরণ করলে শিক্ষার্থীরা কীভাবে স্কুলে যাবে? এলোমেলো সিদ্ধান্তে তাদের পড়াশোনা নষ্ট হতে পারে। মনও উঠে যেতে পারে।
এ বিষয়ে ইউএনও কমলেশ মজুমদার বলেন, “অভিযোগ শুনে আমি স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে বলে এসেছি। এখন সমস্যা নেই।”
মতামত দিন