চুল কেটে দেওয়ায় এক শিক্ষকের বহিষ্কারের দাবিতে প্রথম বর্ষের ১১ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কেটে দেওয়ায় এক শিক্ষকের বহিষ্কারের দাবিতে প্রথম বর্ষের ১১ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে শিক্ষার্থীরা এ অনশন শুরু করেন।
এদিকে, শিক্ষক পরিষদের সদস্য এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার পর মঙ্গলবার রাতে সহকারী প্রক্টর এবং ইতিহাস, সংস্কৃতি ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের সভাপতি ফারহানা ইয়াসমিন তিনটি পদ থেকে সরে দাঁড়ান।
ঘটনার পরের দিন মঙ্গলবার রাতে ফারহানা ইয়াসমিন একাত্তর টিভির একটি টক শোতে দাবি করেন যে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং অভিযোগগুলি তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।
তিনি বলেন, “আমি যাদের চুল কেটে দিয়েছি তাদেরকে আমি চিনি না। তারা আমার শিক্ষার্থী কি-না তাও বলতে পারবো না।” উনার এমন বক্তব্যের পর আবারও ক্ষুব্ধ হয়ে পড়েন শিক্ষার্থীরা।
বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিক্ষক পরিষদের সদস্যরা বুধবার বিকাল ৩টায় আবার বসবেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সংস্কৃতি ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের ১৩ থেকে ১৪ জন ছাত্রের মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় বিভাগের প্রথম বর্ষের ছাত্র নাজমুল হোসেন তুহিন (২৫) ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
মতামত দিন