অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তার ব্যক্তিগত ব্যবহৃত কম্পিউটারে ভুক্তভোগীর ৩৯টি অশ্লীল ছবি খুঁজে পায় পুলিশ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের অধীনে সাবেক শ্বশুরের করা মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহী আদালত।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ আদেশ দেন।
তবে মামলার অভিযুক্ত গোলাম রসুল (৩৫) বর্তমানে পলাতক রয়েছেন। তার বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রাম গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, আসামিকে গ্রেপ্তারের পর রায় কার্যকর হবে। তাকে ৫ লাখ টাকা জরিমানা ও অন্যথায় আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবলিক প্রসিকিউটর ইসমত আরা সাংবাদিকদের বলেন, অঅভিযুক্ত রসুলের আরেক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এছাড়া, তিনি তার বিবাহিত জীবনের সত্যতা গোপন করেই ভুক্তভোগীকে বিয়ে করেছিলেন।
কয়েক মাস পরে ভুক্তভোগী তার আগের পক্ষের স্ত্রী এবং ছেলের সম্পর্কে জানতে পারলে ২০১৬ সালের ২১ আগস্ট রসুলকে তালাক দেয়।
এতে ক্ষুব্ধ হয়ে রসুল একই বছরের ২৪ আগস্ট তার সাবেক স্ত্রীর একটি প্যাকেটে কিছু আপত্তিকর ছবি ভুক্তভোগীর বাবার বাড়িতে রেখে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা স্থানীয় থানায় রসুলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ রাসুলের বাড়িতে অভিযান চালিয়ে তার ব্যক্তিগত ব্যবহৃত কম্পিউটারে ভুক্তভোগীর ৩৯টি আপত্তিকর ছবি খুঁজে পায় এবং কম্পিউটারটি জব্দ করে।
পরে ওই নারীর বাবা আইসিটি আইনের ৫৭ ধারায় কাহালু থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সে সময় রসুলকে গ্রেপ্তার করলেও আদালত থেকে জামিন পেয়েই সে আত্মগোপন করে।
মতামত দিন