সেপ্টেম্বর মাসের ২৮ দিনে জেলাটিতে মোট ১৬০ জনের মৃত্যু হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ৫ জন ও বগুড়ার একজন মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর একজন কোভিড পজিটিভ ছিলেন এবং অন্য ৫ জন উপসর্গ নিয়ে মারা যান।
তিনি আরও জানান, রাজশাহী জেলায় এ সেপ্টেম্বর মাসের ২৮ দিনে মোট ১৬০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪ জন।
গত সোমবার রাজশাহী জেলায় মোট ২৪৪টি নমুনা পরীক্ষা করে এবং ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় সংক্রমণের হার ৫.৭৩%।
মতামত দিন