তিনি বলেন, কাউকে মারধর করে দুর্নীতি বন্ধ করা যাবে না। সরকার আইনের মাধ্যমে দুর্নীতি দমনের চেষ্টা করছে
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, “এদেশে দুর্নীতি আছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু কাউকে মারধর করে দুর্নীতি বন্ধ করা যাবে না। সরকার আইনের মাধ্যমে দুর্নীতি দমনের চেষ্টা করছে।”
সোমবার (২৭ সেপ্টেম্বর) জলবায়ু সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং এসডিজি বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
দেশ এখনও দুর্নীতি থেকে পুরোপুরি মুক্তি পায়নি উল্লেখ করে মান্নান বলেন, “এটা অস্বীকার করার কোনো কারণ নেই এবং এটি বাস্তবতাও। কিন্তু আমরা এখনও হতাশ নই এবং দুর্নীতি দমনে আমাদের চাপ অব্যাহত রয়েছে।”
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক এবং ইউএন ওমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলী সিং। বক্তব্য রাখেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী বলেন, “তাড়াহুড়ো বা সামরিক নিয়মের মতো দুর্নীতি দমন করা সম্ভব নয়। বরং সরকারকে আইনের আওতায় কাজ করতে হবে কারণ কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
সরকার তার নিজস্ব দায়িত্ব ও দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন উল্লেখ করে মান্নান বলেন, “সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য সর্বদা প্রস্তুত। আমাদের কাজ প্রকল্প আটকানো নয়। আমরা চাই কাজ দ্রুত হোক। তবে আইন-কানুনের মধ্য থেকে কাজ করতে হবে। কিন্তু মানের সঙ্গে আপস করা যাবে না। মানসম্মতভাবে কাজ না করলে প্রকল্প বাস্তবায়ন করে লাভ নেই।”
তিনি বলেন, “জরুরি অবস্থায় আমরা সবাই এক হয়ে কাজ করি। কিন্তু স্বাভাবিক সময়ে কেন সেটি করি না। একই হাত, একই মাথা, একই মানুষ। তাহলে স্বাভাবিক সময়ে কেন জরুরি অবস্থার মতো ভালো কাজ হবে না।”
মতামত দিন