এ ঘটনায় গুরুতর আহত ৪ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে
হবিগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরের আন্দিউড়া নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় রোগীবাহী একটি সিএনজি উল্টে ভাই-বোনসহ ৪ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ৪ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে মোশারফ মিয়া (৩), মেয়ে শাহিনুর আক্তার রুপা (৭), কুদ্দুছ মিয়ার ভাই জব্বার মিয়া (২৮) এবং ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাসের ছেলে মধু দাস (৩৫)।
আহতরা হলেন রসুলপুর গ্রামের একই পরিবারের কুদ্দুছ মিয়া স্ত্রী বিলকিছ বেগম (৩০) ও রহমত আলীর ছেলে আব্দুল্লাহ (২২), বেজুড়া গ্রামের মৃত সরু মিয়ার ছেলে সিএনজি চালক কবির মিয়া (২৫) মাধবপুর পৌর শহরের ছালেক মিয়ার স্ত্রী মাহমুদা (৩২)।
প্রত্যক্ষদর্শীর জানান, উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার অসুস্থ সন্তানকে ডাক্তার দেখানোর জন্য তার স্ত্রী, ২ সন্তান ও ভাইসহ মাধবপুর হাসপাতালে সিএনজি অটোরিক্সাযোগে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিক্সার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কুদ্দুছ মিয়ার ছেলে মোশারফ ও মধু দাস নিহত হন। আহতদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুর আক্তার রুপাকে মৃত ঘোষণা করেন। এছাড়া, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল জব্বারের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘাতক বাসের চালক হাফিজ উদ্দিন (৪২) ও সহকারী লিটন মিয়াকে (৩৫) মাধবপুর থানা পুলিশ আটক করেছে।”
মতামত দিন