মাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে
লক্ষ্মীপুরে আয়ান রহমান নামের ৪ বছরের শিশু সন্তানকে জবাই করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে তার মা সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সাবিনার স্বামী আজগর রহমান সৌদি আরবপ্রবাসী।
পুলিশ বলছে, সন্তানকে গলা কেটে হত্যার পর ওই মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সদর উপজেলার লাহারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, স্বামীর সঙ্গে ঝগড়ার পর ওই নারী ছেলেকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্বজনেরা জানান, সাবিনার তার সন্তানসহ শ্বশুর–শাশুড়ির সঙ্গে লাহারকান্দি গ্রামের বাড়িতে ভাড়া থাকতেন। রবিবার সন্ধ্যায় মুঠোফোনে সাবিনা ও তার স্বামীর ঝগড়া হয়। পরে ছেলে আয়ানকে নিজের ঘরে নিয়ে সাবিনা দরজা বন্ধ করে দেন।
কিছুক্ষণ পর ওই কক্ষ থেকে শব্দ শুনে পরিবারের সদস্যরা এগিয়ে যান। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সাবিনা আত্মহত্যার চেষ্টা করছেন।
এ সময় খাটের ওপর রক্তাক্ত অবস্থায় আয়ানের লাশ পড়ে ছিল। খাটের পাশে রক্তমাখা বটিও পাওয়া গেছে।
শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মতামত দিন