ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত
বরগুনার পাথরঘাটা উপজেলায় এক স্কুলছাত্রীর “আপত্তিকর” ভিডিও ধারণের পর ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম “টিকটকে” ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর দুই সহপাঠীকে মামলায় অভিযুক্ত করা হয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকার রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন উত্ত্যক্ত করে আসছিল তার এক সহপাঠী। এ নিয়ে এক বছর আগে ওই ছাত্রের মামার কাছে অভিযোগ জানিয়েও করেও কোনো সমাধান পায়নি ভুক্তভোগী পরিবার। ২২ সেপ্টেম্বর ওই ছাত্রীকে নিয়ে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তার এক সহপাঠী।
বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানালে তিনি “বিচার করবেন” বলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে বলেন। কিন্তু তিনি অভিযুক্ত ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হন। পরে ২৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পাথরঘাটা থানায় যান ছাত্রীর অভিভাবকরা।
ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকদের অভিযোগ, এ ঘটনায় থানায় মামলা করতে গেলেও প্রথমে পুলিশের সহায়তা পাওয়া যায়নি। পরে আত্মহত্যার হুমকি দিয়েছিল ওই ছাত্রী। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ২৬ সেপ্টেম্বর তার মাকে থানায় ডেকে নিয়ে মামলা নিয়েছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।
এদিকে, অভিযুক্ত ছাত্রের মামা ইউসুফ বলেন, “এ ঘটনার পর থেকেই আমার ভাগ্নেকে খুঁজে পাচ্ছি না। আগে তাকে খুঁজে বের করে দিক এরপর সমস্যার সমাধান হবে। আমার ভাগ্নেকে খুঁজে পেতে থানায় গেলে কোনো মামলা বা জিডিও নেয়নি পুলিশ।”
এসব বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল তোফায়েল হোসেন সরকার বলেন, “শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে দুজনের নামে মামলা করেছেন। জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা চলছে।”
ভুক্তভোগী স্কুলছাত্রী সাংবাদিকদের জানায়, “অভিযুক্ত ছেলেটি দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আমাকে বিভিন্ন সময় পথে-ঘাটে উত্যক্ত করত। এর জেরে ঘটনার দিন (২২ সেপ্টেম্বর) স্কুল ছুটির পর আমার স্কুলব্যাগ নিয়ে বাইরে চলে যায় সে। আমি ব্যাগ আনতে তার কাছে গেলে সে আমার শ্লীলতাহানি করে। তখন পাশ থেকে গোপনে আরেক সহপাঠী (অভিযুক্তের ঘনিষ্ঠ) ওই ঘটনার ভিডিও করে।”
“পরে অভিযুক্ত টিকটকে সেই ভিডিওটি ছড়িয়ে দেয়। প্রথমে বিষয়টি লজ্জায় কাউকে না জানালেও, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেশীর নজরে আসার পর বিষয়টি মাকে জানানো হয়।”
মতামত দিন