উপজেলার বাঁশবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানা পুলিশ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার বাঁশবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানা পুলিশ। এর আগের দিন, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
গ্রেপ্তার তৌহিদুল ইসলাম হৃদয় (১৯) সন্দ্বীপ উপজেলার মুছাপুরের আলমগীরের ছেলে। সে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর ছোটভাইকে আরবি পড়াতো হৃদয়। গত ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে মুয়াজ্জিন হৃদয় তার কক্ষে ডেকে নিয়ে যায় ওই স্কুলছাত্রীকে (১৫)। সেখানে তাকে ধর্ষণ করে। পরে স্কুলছাত্রীকে এ কথা কাউকে না বলার হুঁশিয়ারি দিয়ে বাড়িতে পাঠায় হৃদয়। বিষয়টি ভুক্তভোগী ওই শিক্ষার্থী তার মাকে জানালে, পরদিন তার বাবা সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “অভিযুক্ত হৃদয়কে ভুক্তভোগীর বাবার করা মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।”
মতামত দিন