মরিশাসের পোর্ট লুইসের প্লেন-ভিয়ার পার্কে জাতির পিতার স্মরণে ৪৭টি গাছের চারা রোপণ করা হয়
জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় ভাষণ দেওয়ার ৪৭তম বার্ষিকী উপলক্ষে মরিশাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। মরিশাসের পোর্ট লুইসের প্লেন-ভিয়ার পার্কে জাতির পিতার স্মরণে ৪৭টি গাছের চারা রোপণ করা হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, মরিশাসে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও সিটি কাউন্সিলের যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে মরিশাস সরকারের উপপ্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মোহাম্মদ আনোয়ার হসনু ও পরিবেশমন্ত্রী কাভিদাশ রামানোও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ বলেন, আশা প্রকাশ করে বলেন, এ ৪৭টি গাছ পরিবেশ সংরক্ষণে সহায়তা করবে।
মরিশাস সরকারের উপপ্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, বঙ্গবন্ধুর স্মরণে রোপণ করা গাছগুলো পৃথিবীর পরিবেশ ও জলবায়ু রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।
মরিশাসের পরিবেশ মন্ত্রী কাভিদাশ রামানো বলেন, “এ চারাগাছগুলো একদিন বৃক্ষে পরিণত হয়ে পার্কের পরিবেশ আরও সুন্দর ও মনোরম করে তুলবে।”
মতামত দিন