শুক্রবার পটুয়াখালী শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে ওঠেন তারা ১৫ জন
পটুয়াখালী শহরের একটি মসজিদে তাবলিগ জামাতে আসা ১৩ সদস্যকে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে পটুয়াখালি জেলা শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে শনিবার সকালে তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
অসুস্থ তাবলিগ জামাতের সদস্যরা জানান, শুক্রবার শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে ওঠেন তারা ১৫ জন। সকাল থেকে তারা ধর্মীয় নিয়ম-নীতি অনুসরনের জন্য স্থানীয়দের দাওয়াত দেন। রাতে খাবার সময় তাবলিগ জামাতে আগত সদস্য ব্যতিত অন্য ২ জন মানুষ তাদের সঙ্গে ছিলেন। ফজরের সময় তাবলিগের দুই সদস্য ঘুম থেকে উঠে বাকি ১৩ সদস্যকে ঘুমাতে দেখে বিষয়টি স্থানীয়দের জানান। এরপর অচেতন অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ জানান, ঘটনা জানার পরই পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মতামত দিন