ট্রেনে ঢিল মারা এবং বিনা টিকিটে ট্রেনে চড়া বন্ধ করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন রেলমন্ত্রী
রেলপথে উন্নয়নের মাধ্যমে দেশের সমন্বিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।সারাদেশে মিটারগেজ রেলপথকে ব্রডগেজে রূপান্তর করা হবে বলেও জানান তিনি।
খেলার ছলে ট্রেনে ঢিল মারা এবং বিনা টিকিটে ট্রেনে চড়া বন্ধ করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
শনিবার (২৫ সেপ্টেম্বর) লাকসাম আখাউড়া সেকসনের ৭২ কিলোমিটারের মধ্যে কুমিল্লা-লাকসাম রেললাইনের ২৪ কিলোমিটার ডুয়েলগেজ লাইনের উদ্বোধনের সময় রেলমন্ত্রী এসব কথা বলেন।
প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে এই রেলপথ নির্মাণের ফলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, ঢাকা-নোয়াখালী ও চট্টগ্রাম-ময়মনসিংহে যাতায়াতে সময় কমে আসবে।
এ প্রকল্পে ভৌত অবকাঠামো উন্নয়নের উন্নয়নের কাজ করছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি, তমা কনস্ট্রাকশন, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারস লিমিটেডের সমন্বয়ে গঠিত জয়েন ভেঞ্চার সিটিএম। এছাড়া সহযোগিতা করছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ইআইবি।
উদ্বোধনের আগে স্ত্রী শাম্মি আক্তারকে সাথে নিয়ে একটি আন্তঃনগর ট্রেনে করে লাকসাম থেকে কুমিল্লা স্টেশনে এসে পৌঁছান রেলমন্ত্রী।
এসময় কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য আবুল কাশেম খান, বাংলাদেশ রেলওয়ে সহকারী পরিদর্শক অসীম কুমার তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন ।
মতামত দিন