গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে ১৬৪ জনই ঢাকার
সেপ্টেম্বর মাসের আরও এক সপ্তাহ বাকি থাকতেই সাড়ে ছয় হাজার ছাড়ালো ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের “হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম” এর দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৯ জন। ফলে এ মাসে এখন পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ৬ হাজার ৫৩৮ জন।
এছাড়া, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন এক হাজার ৪৮ জন।
এদের মধ্যে ৮২৭ জনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ও বাকি ২২১ জন রাজধানীর বাইরে ভর্তি আছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে ১৬৪ জনই ঢাকার এবং বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গেছে, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৬ হাজার ৮৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ১৫ হাজার ৭৮৭ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
এছাড়া, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত ৫৯ জন মারা গেছেন।
মতামত দিন