নিহত আরিফ হাসান আদর্শ নগর এলাকার শাহাদাৎ মিয়ার বাড়ির বাড়াটিয়া রিক্সা চালক ইউসুফ আলীর একমাত্র ছেলে
নারায়ণগঞ্জের ফতুল্লা বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আরিফ হাসান (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে এলাকাবাসী ট্রাকসহ ড্রাইভার আইয়ুব আলীকে আটক করে পুলিশে দেয়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার কুতুবপুরের আদর্শ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফ হাসান আদর্শ নগর এলাকার শাহাদাৎ মিয়ার বাড়ির বাড়াটিয়া রিক্সা চালক ইউসুফ আলীর একমাত্র ছেলে। সে আদর্শ নগরের আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আরিফ এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা ট্রাকটি তাকে পিছন থেকে চাপ দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী ও আরিফের সহপাঠীরা সড়কে লাশ রেখেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় ট্রাকসহ চালককে আটক করে পুলিশকে খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ট্রাকসহ ড্রাইভার আইয়ুব আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতামত দিন