বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করার অভিযোগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এর প্রতিবাদে বৃহষ্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিক্ষোভ সমাবেশ ও অগ্নিসংযোগ করেছেন দুই শতাধিক আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা টঙ্গী স্টেশনরোড ও আশপাশের এলাকায় বিক্ষোভ করে। টঙ্গী আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে রেলগেটে বর্জ্য এনে তাতে অগ্নিসংযোগ করে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেন। এরপর টঙ্গী রেলওয়ে ষ্টেশন এলাকায় গিয়ে আগুন ধরিয়ে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। একপর্যায়ে পুলিশ এসে বিক্ষোভকারীদের রেলগেট এলাকা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
টঙ্গী রেল স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, বিক্ষোভের কারণে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-রাজশাহী রেলপথের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওইসব রেলপথের কমপক্ষে আটটি ট্রেনের যাত্রা বিলম্ব ঘটে।
অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, একটি মহল তার উন্নয়ন কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে ফেসবুকে সুপার ভিডিও এডিট করে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। তিনি ওই ভিডিওটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান।
উল্লেখ্য, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফেসবুকে মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেছিলেন তারা। সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাজী আজিমউদ্দিন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা নাহিদ মোড়লের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছিল। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিল বিক্ষোভকারীরা।
মতামত দিন