রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী পণ্যবাহী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে
নওগাঁর মান্দা উপজেলায় পণ্যবাহী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের শ্রীরামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেলের চালক সানারুল ইসলাম (৩৫) ও পিকআপের চালক শামীম হোসেন (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী পণ্যবাহী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
নওগাঁর মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মাল্টা বোঝাই করা একটি পিকআপ রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও মোটরসাইকেল আরোহী নিহত হয়। থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে নওগাঁ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মতামত দিন