'পত্রিকাগুলা মাঝে মাঝে কোথা থেকে ছাপা হয় কেউ জানে না, এগুলোর থাকার দরকার নেই'
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ২১০টি অনিয়মিত পত্রিকা যেগুলো আসলে ছাপা হয় না। মাঝে মাঝে ছাপা হয়। এই পত্রিকাগুলো বন্ধ করার উদ্যোগ নিয়েছি।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ভাবনা দ্বি-বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “এই পত্রিকাগুলা মাঝে মাঝে কোথা থেকে ছাপা হয় কেউ জানে না। গণমাধ্যমের দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে কিছু ধান্ধাবাজও তৈরি হয়েছে। এটাই বাস্তবতা। কেউ গণমাধ্যমকে নিজের স্বার্থে ব্যবহার করছে। এগুলোর থাকার দরকার নেই।”
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, “দেশের উন্নয়নের কথা ফখরুল সাহেব স্বীকার করুক আর না করুক বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বীকার করেন, বিশ্বব্যাংক স্বীকার করে। উনারা স্বীকার করুক আর না করুক কিছু আসে যায় না।”
তিনি আরও বলেন, “উনাদের হেড কোয়ার্টার, উনারা যে আদর্শে উজ্জীবিত, সেই পাকিস্তান অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। ইমরান খান নিজেই স্বীকার করেন। সব সূচকে আমারা তাদের পেছনে ফেলেছি।”
মতামত দিন